পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফোরকান (৩০) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের আফজাল ফিটারের বাড়িতে ড্রিলের কাজ করার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফোরকান একই উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামের করম আলী খাঁর পুত্র বলে জানা গেছে।
কলাপাড়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ