কুমিল্লার চৌদ্দগ্রামে কো-অপারেটিভের টাকা সংক্রান্ত মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আবদুল মমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া আসামি আবদুল মমিন উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের মমতাজ মিয়ার পুত্র। তিনি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা।
চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, টাকা সংক্রান্ত একটি মামলায় আদালত আবদুল মমিনের বিরুদ্ধে দেড় বছরের সাজা দেয়। রোববার তাকে হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ