গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মের এক ঘণ্টা পরেই মৎস্য আকৃতির সেই নবজাতকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে নবজাতকটির মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম পান্থাপাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী নাসরিন বেগম ওই নবজাতকের জন্ম দেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আরেফিন সিদ্দিকী জানান, দুপুরে নাসরিন বেগম হাসপাতালে ভর্তি হন। পরে তার প্রসব ব্যথা উঠলে অপারেশনের মাধ্যমে মাছের আকৃতির একটি শিশু সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর শিশুটির মলত্যাগের কোনো রাস্তা ছিল না। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা হলে এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, জন্ম নেওয়া নবজাতকটি মূলত মাছের আকৃতির। তার দু'হাত ঠিক থাকলেও কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত মাছের মতো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ