কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৯ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। (যার মামলা নং-২৮/১৬) । ১৫ মে শনিবার বিকালে হামলার শিকার ইন্ডিপেডেন্ট টিভির কক্সবাজার প্রতিনিধি তওফিকুল ইসলাম লিপু বাদি হয়ে হামলার মূলহোতা নূরুল হক ভুট্টোকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। আরো ভুট্টোসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী তওফিকুল ইসলাম লিপু বলেন, গত ১৩ মে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে টেকনাফের নাজিরপাড়ার এজাহার মিয়ার ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নূরুল হক ভুট্টো ও তার তিন ভাইসহ একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি তওফিকুল ইসলাম লিপু, ক্যামেরাপার্সন মো. শরীফ, সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দীন রুবেল, ক্যামেরাপার্সন ফরাজ ও ৭১ টিভির ক্যামেরাপার্সন বাবু কান্তি দাশ গুরুতর আহত হন। এই ঘটনায় নূরুল হক ভুট্টোসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ