ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক খাদে পড়ে হেলপার রাজা (২২) নিহত ও টিপু সুলতান নামে এক শ্রমিক আহত হয়েছেন। রবিবার রাত ৯টায় উপজেলার এলেঙ্গা ১নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি গ্রামের মুন্না মিয়ার ও আহত টিপু একই এলাকার সাত্তার মিয়ার ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ জানান, রবিবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ময়দা বোঝাই একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার রাজা নিহত হন। আহত টিপুকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ