ফেনীর সোনাগাজীতে ধর্ষণ ও ডাকাতি মামলার দুই আসামিকে অস্ত্রসহ আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা। আটক দু’জন হলেন নুরুল করিম (২২) ও তাইজুল ইসলাম রাহাত (২৩)।
গতকাল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সোনাগাজীর মুহুরীগঞ্জ এলাকা থেকে দু’জনকে আটক করা হয়। এ সময় দু’জনের কাছ থেকে দু’টি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, দু’টি ছুরি, একটি চাপাতি ও দু’টি টর্চ লাইট উদ্ধার করে র্যাব।
র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার শাফায়াত জামিল জানান, আটক দু’জন সোনাগাজী উপজেলার সোনাপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি মামলার আসামি।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৬/শরীফ