কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে নাফনদীতে মাছ শিকার করতে গিয়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে।
নিহত জেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ মে গভীর রাতে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ শিকার করতে গেলে হঠাৎ নদীর পানিতে পড়ে যায় আব্দুল্লাহ। রাতের অন্ধকারে অন্যান্য জেলেরা তার খোঁজ নিতে সমস্যা হওয়ায় পড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে। পরে তার মৃতদেহটি উদ্ধার করে তার বসতবাড়িতে নিয়ে আসা হয়। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ