খাগড়াছড়িতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ সোমবার পৌর শাপলা চত্বরে বিদ্যুৎ সমস্যায় ভুক্তভোগী খাগড়াছড়িবাসীর আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এ কর্মসূচিতে অংশ নেন।
দীর্ঘ এক ঘণ্টা ধরে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র সেখর দাশ, স্কাউস্টসের সাধারণ সম্পাদক আজিমুল হক, হকার সমিতির মো. আব্দুল আউয়াল, গ্রিল ওয়ার্ক সমিতির নাসির উদ্দিন, সনাতন ছাত্র পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য্য, খাগড়াছড়ি বিদ্যুৎ সমস্যায় ভুক্তভোগীর আয়োজক কমিটির হৃদয়, রানা হামিদ, নাজিম উদ্দিন প্রমুখ।
বক্তারা এসময় ৫ দফা দাবি দাবা মেনে নেওয়ার জন্য জোরদাবি জানান। দাবির মধ্যে রয়েছে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জেলার জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, লোডশোডিংয়ের সময় নির্ধারণ করে তা গ্রাহকদের জানিয়ে দেওয়া, পর্যাাপ্ত ভোল্টেজ নিশ্চিত করা, খাগড়াছড়ির ঠাঁকুরছড়ায় বিদ্যুৎ পাওয়ার গ্রীড সাব-স্টেশন স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া।
খাগড়াছড়িতে বিদ্যূয়ের মারাত্মক অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের ফলে বিদ্যুৎ গ্রাহকরা চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রতি সপ্তাহে শনি ও সোমবার এ দু’দিন কাজ করার অজুহাতে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বন্ধ থাকাকালীন বরাদ্দকৃত বিদ্যুৎ পরবর্তী দিনে না পাওয়া ও বাকি দিনগুলোতে অসহনীয় লোডশেডিং, প্রতিনিয়ত লো-ভোল্টেজ গ্রাহকদের মাঠে নামতে বাধ্য করেছে। ফলে আজ ওই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৬/শরীফ