নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে শামীম আহমেদ নামে এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামীম আহমেদ বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের জামাইদিঘি গ্রামের আলহাজ আলীর ছেলে ছিলেন। আজ সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন ও স্থানীয়রা জানান, শামীম আহমেদ লিচু বাগানে কাজ করার জন্য গত শনিবার গুরুদাসপুরে তার এক আত্মীয়ের বাড়িতে আসেন। পরে সে তার বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। প্রতিদিনের মতো আজ সকালেও নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে চলাচল শুরু করে স্থানীয়রা। এসময় স্থানীয়রা বিদ্যালয়ের পিছনে একটি হাত-পা বাঁধা গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে হাত-পা বেঁধে গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৬/শরীফ