কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে সাইফুল ইসলাম রিপন (৩২) নামের এক প্রবাসী আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে(কুমেক) ভর্তি করা হয়েছে।
রবিবার রাত পৌনে ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভরাসার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম রিপন ভরাসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাইফুল ২০১৪ সালে ভরাসার বাজারে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এ সময় স্থানীয় একটি চোরাকারবারী গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে কাতারে পালিয়ে যায়। কিছু দিন পূর্বে দেশে ফিরে আসার পর চোরাকারবারী ওই গ্রুপের সাথে পুরনো বিরোধ আরও চরম আকার ধারণ করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, একদল দুর্বৃত্ত সাইফুলকে স্থানীয় সোনার বাংলা কলেজের পাশের হাজী ব্রিক ফিল্ডে ডেকে নিয়ে গুলি চালিয়ে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করেছে।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ সাফি খান জানান, ‘কি কারণে ওই প্রবাসীকে গুলি করে আহত করা হয়েছে তা এখনো জানা যায়নি, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ