বাঘ বাঁচাতে কিশোরগঞ্জে টাইগার ক্যারাভান ও পথনাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশের জাতীয় প্রাণী বাঘ সংরক্ষণ কল্পে বন ও পরিবেশ মন্ত্রণালয়, ইউএসএইড ও ওয়াইল্ড টিম এ কার্যক্রম গ্রহণ করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে একটি বাঘ আকৃতির বাস (টাইগার ক্যারাভান) সারাদেশে ছাত্রছাত্রীসহ জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথনাটিকাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
প্রদর্শনীতে উপস্থিত ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাঘ রক্ষায় তাদের সমর্থন ব্যক্ত করছেন। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৬/শরীফ