বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে মাগুরা শহরের লতা কমিউনিটি সেন্টারে রাজমিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এ সম্মেলনে মাগুরার বিভিন্ন অঞ্চলের প্রায় ৭৫ জন রাজমিস্ত্রী অংশ নেয়।
রাজমিস্ত্রী কমল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট খুলনা বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরার টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মুশফিক আলম, বসুন্ধরা সিমেন্টের বিপনন কর্মকর্তা হাফিজুর রহমান, মামুন শিকদার, আল-মামুন, পরিবেশক শফিকুল আলম, রইচ উদ্দিন, বাবর আলী, শওকত আকবর, হাজী মোফাজ্জেল হোসেন। এসময় বক্তারা বসুন্ধরা সিমেন্টের নানা গুণাগুণ ও স্থায়ীত্ব তুলে ধরেন।
সম্মেলনে রাজমিস্ত্রীদের মধ্যে র্যাফেল ড্রয়ের মাধ্যমে মূল্যবান মোবাইল সেটসহ ১৫টি পুরষ্কার দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-০১