বগুড়ায় র্যাবের অভিযানে ১শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত যুবক বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া গ্রামের শ্রী সুধীর রায় এর ছেলে শ্রী সুজিত রায় (২৬)।
শনিবার দুপুরে শহরের কামারগাড়ী এলাকায় রেল লাইনের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
জানা গেছে, র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজিতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘ দিন যাবৎ বগুড়া সদর থানাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানাগেছে।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন