আসন্ন ৪ জুন রাঙামাটি ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, র্যাব, পুলিশ, আনসারের সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. কাজী রকিব উদ্দিন আহমদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গকারী যে দলের, গোষ্ঠীর ও সম্প্রদায়ের হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবেনা। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া জন্য। তাছাড়া পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনা অভিযান অব্যাহত থাকবে। সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রশাসন সব সময় প্রস্তুত।
শনিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ এসব কথা বলেন।
রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম, রাঙামাটি জিবি সেক্টর কমান্ডার কর্নেল এস, এম আনিসুর রহমান, রাঙামাটি জেলা ডিজিএফআই কর্নেল মো. এমদাদুল হক ভূইয়া ইমরান, চট্টগ্রাম ডিআইজি মো. শফিকুল ইসলাম, রাঙামাটি এনএসআই যুগ্ম পরিচালক মো. ইউসুফ আলী হাওলাদার, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার সৈয়দ তারেকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন