নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘাতক মসজিদের মুয়াজ্জিন হাফেজ জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
হত্যার ঘটনার দুই দিন পর শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার সুতালাড়া এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আটক মুয়াজ্জিন জহিরুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়া থানার রাগদুল এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। তিনি সুতালাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
নিহত শিশু সুমাইয়া আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সিংগারচারগোপাড়া এলাকার ওয়াজিদ মিয়ার মেয়ে। ওয়াজিদ মিয়া পরিবার নিয়ে সুতালাড়া এলাকার হাফেজ সিকদারের বাড়িতে বসবাস করে আসছেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম মাহাবুবুল আলম জানান, শনিবার সকালে সুতালাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে শিশু সুমাইয়া আক্তারের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুর ১২টার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিশুর শরীরের বিভিন্ন স্থানে জখমের আলামত পাওয়া গেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুতালাড়া জামে মসজিদের মুয়াজ্জিন জহিরুল ইসলামকে আটক করে পুলিশ।
এসআই আরো জানান, বৃহস্পতিবার সকালে আরবি পড়ার উদ্দেশ্যে সহপাঠিদের সঙ্গে সুতালাড়া জামে মসজিদে যায় শিশু সুমাইয়া আক্তার। এরপর সকল শিশুকে ছুটি দিয়ে দিলেও সুমাইয়া আক্তারকে ছুটি দেয়নি। পরে সুমাইয়া আক্তারকে হত্যার পর মসজিদের পাশের পুকুরে ফেলে দেয়।
এদিকে, পরিবারের লোকজন শিশু সুমাইয়া আক্তারকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। এছাড়া আটক মুয়াজ্জিন পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটিয়ে ফের মসজিদের মাইকে শিশুকে পাওয়া যাচ্ছেনা বলে ঘোষণাও দিয়েছিলেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝাড়ু দিতে গিয়ে সিড়িতে পড়ে মেয়েটি আহত হলে এলাকাবাসীর ভয়ে আহত অবস্থায় পানিতে ফেলে দেবার কথা স্বীকার করেছেন আটক মুয়াজ্জিন হাফেজ জহিরুল ইসলাম। এছাড়া আরো জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছিলো। ধর্ষণের কোন বিষয় প্রাথমিকভাবে বোঝা যায়নি, ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় শিশুর পিতা ওয়াজিদ মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় হত্যার পর গুম করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন