ঢাকা থেকে পালিয়ে আসা আট বছরের দুই শিশু রুবেল ও বকুলকে স্থানীয় জনতা উদ্ধার করে আদমদিঘি থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
শুক্রবার রাত ১০টায় পুলিশ আদমদিঘির শাহ ফতেহ আলী বাস কাউন্টার থেকে উদ্ধার করে। শনিবার দুপুরে তাদের নিরাপত্তা হেফাজতে প্রেরণ করেছে। তবে শিশু দু’জন স্বেচ্ছায় নাকি অভিমান করে ঘর ছেড়েছে তা নিয়ে পুলিশের নানা প্রশ্ন রয়েছে।
পুলিশ জানায়, ঢাকার নবীনগর-১ নম্বর এলাকার রিকশা চালক আব্দুল মালেক ও সৎমা ওমেদা পরচিয়দানকারী রুবেল ও মোহাম্মাদপুরের একতা এলাকার রিকশা চালক নুর মোহাম্মদ ও মা বুলি বেগম পরচিয়দানকারী বকুল জানায়, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার হিন্দুপাড়া ও দরিয়াপাড়ায়। তারা বাবা-মা’র সঙ্গে র্দীঘদিন ধরে ঢাকায় বসবাস করে।
শুক্রবার দুই বন্ধু মিলে মামার বাড়ি বগুড়ার উদ্দেশ্যে ভোর ৪টায় নওগাঁগামী একটি বাসের ছাদে উঠে বিকেলে ৫টায় সান্তাহার রেলেগেটে নামে। এরপর তারা হোটেলে কাজের সন্ধান করে বিভিন্ন স্থানে ঘোরা ফেরার সময় রাতে আদমদিঘি সেতুর কাছে শাহ ফতহে আলী বাস কাউন্টারে অবস্থান করলে স্থানীয়দের সন্দহে হয়। তারা পুলিশে খবর দেওয়ার পর শিশু রুবেল ও বকুলকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
আদমদিঘি থানার ওসি শওকত কবির জানান, শিশু দু’জনের দেওয়া পরিচয় ও ঠিকানা সন্দেহজনক হওয়ায় শনিবার আদালতের মাধ্যমে তাদের নিরাপত্তা হেফাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন