ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আইএফআইসি ব্যাংক থেকে ইসমাইল হোসেন ওরফে ইসলাম (৪৫) নামের এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসমাইল শহরের মডার্ন পাড়ার আজহার আলী শেখের ছেলে।
ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০টার দিকে এসে দেখতে পাওয়ায় যায় নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন ব্যাংকের ভিতরে পড়ে আছে। এ সময় খবর দিলে পুলিশ এসে তার লাশ করে। ব্যাংকের হিসাব ঠিক আছে কি না তা মিলিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বুঝা যাবে আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ অক্টোবর কালিগঞ্জ শাখা ইসলামী ব্যাংকের নিরাপত্তা প্রহরী আইয়ুব হোসেনকে হত্যা করে ৭২ লাখ টাকা লুট করেছিল দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৬/মাহবুব