ফেনী শহরের লালপুল এলাকার নিজ দোকানে মো. ইব্রাহিম ওরফে কনু মিয়া নামে এক চা দোকানি খুন হয়েছেন। রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। কনু মিয়া পশ্চিম ছিলোনিয়ার ফরাজিবাড়ির মৃত ছেরু মিয়ার ছেলে।
জানা গেছে, শহরের লালপুল এলাকায় নিজের চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন কনু মিয়া। সকাল থেকে কনু মিয়ার ব্যবহৃত ফোন বন্ধ থাকায় তার স্ত্রী-সন্তানেরা দোকানে এসে তার মৃতদেহ দেখতে পান।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ জানান, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ