মৌলভীবাজার সদর উপজেলায় পিংকি আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিংকি উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী ছিলেন।
পিংকির চাচাতো ভাই আবু সুফিয়ান অভিযোগ করেন, রাতে পিংকিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী হোসেন মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
শেরপুর ফাঁড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, পিংকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা শনাক্ত করতে মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৬/শরীফ