কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যাদুরচর ইউনিয়নে মোহাম্মদ আলী (২৭) নামে এক নৌকার মাঝিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আলী চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের গোয়াইলাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের নৌকা ঘাট থেকে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আলী ও তার সহযোগী জামাল হোসেন। তারা উপজেলা চিলমারীর অষ্টমীর চর ইউনিয়নের কাইসারচর নামক এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এসময় জামাল পালাতে সক্ষম হলেও মোহাম্মদ আলী দুর্বৃত্তদের শিকার হন।
এ ঘটনায় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, মোহাম্মদ আলীর শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ