দিনাজপুরের বীরগঞ্জে বুলবুলি খাতুন (৩২) নামে এক গৃহবধূকে হাত-পা বেধে মুখ টেপ দিয়ে আটকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেছেন স্বামী। ঘটনার পর থেকে স্বামী মো. রিপন ইসলাম (৪২) পলাতক রয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে বীরগঞ্জের শতগ্রামে এ ঘটনা ঘটে।
আহত বুলবুলি খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম এলাকার মো. নুরুল ইসলামের কন্যা।
আহত গৃহবধূ বুলবুলির পিতা মো. নুরুল ইসলাম জানান, প্রায় ১২ বছর আগে ঢাকায় গার্মেন্টেসে কাজ করতে গিয়ে বরিশালের কালাই মুধা পথ গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. রিপন ইসলামকে ভালবেসে বিয়ে করে বুলবুলি। বিয়ের পর থেকে মেয়েজামাই আমার কাছে থাকে। ইতোমধ্যে তাদের পরিবারে দুই ছেলে সন্তান রয়েছে। কিছুদিন থেকে কারণে-অকারণে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই আছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় বুলবুলির হাত-পা বেধে মুখ টেপ দিয়ে আটকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় রিপন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ