ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রাম জেলার ৯০টি ইউনিয়ন ও গ্রাম সিটি কর্পোরেশনের ১৪টি উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ১ লাখ ৩০ হাজার ৯৭টি পরিবার ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে । এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ হাজার ৪৩৭টি পরিবার। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৮৩ হাজার ৬৬০টি পরিবার।
জেলা ও মহানগরী ৯৩টি বেড়ি বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২৭টি বেড়িবাধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত । বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬ হাজার ৬৫৮টি। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় ৪ লাখ ৮৩ হাজার ৮৬জন।
এছাড়াও মহা প্রলয়ী রোয়ানুর আঘাতে পানির নীচে তলিয়ে গেছে ২ হাজার ৬৯৫ একর ফসলি জমি। রোয়ানুর প্রভাবে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১২টি ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাপ্রলয়ী রোয়ানুর আঘাতে চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলার ১৫টি এলাকার ১২ হাজার ৭১৭টি পরিবারের ৪৮ হাজার ১৫১ জন লোক ক্ষতিগ্রস্ত হয়। বাঁশখালী উপজেলার ১৪টি এলকার ৫২ হাজার পরিবারে প্রায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলায় ২৫টি বেড়িবাঁধ ও ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।
এছাড়াও জেলার আনোয়ার, মিরসরাই, সিতাকুন্ড, সাতকানিয়া, পটিয়া, রাউজান ফটিকছড়ি, হাটহাজারী উপজেলার ৩১ হাজার ৩৮০টি পরিবারের দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-০৮