পাবনার বেড়া উপজেলায় চায়না খাতুন (৮) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মনিরুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে দক্ষিণ চর পেঁচাকোলা গ্রামের পাশের নদী থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চায়না খাতুন উপজেলার পেঁচাকোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
আটক কিশোর মনিরুল ইসলাম একই গ্রামের টিয়া মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে চায়না নদীতে গোসল করতে গিয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজে বের হন। এক পর্যায়ে নদীর পাড়ে কাশবনে তার একটি প্যান্ট পাওয়া যায়। আর সন্ধ্যায় নদীতে চায়নার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। সোমবার সকালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বেড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, মেয়েটির শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। ঘটনাস্থল, জব্দকৃত আলামত এবং মেয়েটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব