সরকারী গম সংগ্রহ নিয়ে ক্ষমতাসীন নেতাদের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলায় সাংবাদিক পোলেনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেয়া হয়েছে। এ ঘটনায় মেহেরপুরের সাংবাদিকরা নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের আহবান জানিয়েছেন।
রবিবার দুপুরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস মেহেরপুরের জৌষ্ঠ বিচারিক হাকিম-২ এর বিচারক মো: হাদিউজ্জামানের আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলার আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুকে ১ নম্বর এবং মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে ২ নম্বর সাক্ষী করা হয়েছে। বাদি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুলাভাই।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৮/০৫/১৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতায় “বাজার থেকে গম কিনে গুদামে দিচ্ছেন নেতারা” এ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে বাদি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মামলার ১ নম্বর সাক্ষী বোরহান উদ্দিন চুন্নু এবং ২ নম্বর স্বাক্ষী আমাম হোসেন মিলুর স্লিপ ছাড়া কেউ গোডাউনে গম দিতে পারছেন না বলে প্রকাশ করা হয়েছে। এ সংবাদের প্রেক্ষিতে বাদির দাবি সমাজে হেয় ও প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তার কোটি টাকার সম্মান হানি হয়েছে।
মামলার বিবরণে আরো উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের পর বাদি ঐ সাংবাদিককে ডেকে জিজ্ঞাসা করলে সাংবাদিক বলেন, 'নিউজ প্রকাশ করে ঠিক করেছি, আপনি যা পারেন তাই করেন'।
তবে এ ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন বলেন, নিউজ প্রকাশ করার পর বাদির সাথে তার এ ধরণের কোনো কথা হয়নি। তাকে হয়রানীর উদ্দেশ্যে মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
মামলায় বাদির আইনজীবী অ্যাড. খন্দকার আব্দুল মতিন বলেন, আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন।
এদিকে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধির বিরুদ্ধে মামলা হওয়ায় মেহেরপুরের সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে নিন্দা প্রকাশ করেছেন। তারা এ মামলা প্রত্যাহার করে গণমাধ্যমের পথচলাতে সহায়ক ভুমিকা রাখার আহবান জানান।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-১২