আম বাগানসহ চার ফসলী জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন না করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী ও কৃষকরা।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আব্দুল ওয়াহিদ আলী, জসিম উদ্দিন, আব্দুল বারি, আব্দুস সালাম, জুয়েল ইসলাম প্রমূখ। এসময় বক্তাগণ বলেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজায় আম বাগানসহ চার ফসলী জমি অধিগ্রহণ করে রহনপুর ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
অথচ ওই জমিতে ৩ হাজার মণ ধান ও ৮’শ মণ রবিশষ্য ছাড়াও আড়াই হাজার মণ আম উৎপন্ন হয়। ফলে ওই জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে এলাকাবাসীসহ কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
পরে বিজিবি ক্যাম্প স্থাপন না করার দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-১৩