চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
আজ ভোররাত সেয়া ৩ টার দিকে সদর উপজেলার গোবরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ফেন্সিডিল বহনকারী একটি গাড়িও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় ধানইনগর গ্রামের মৃত আহম্মেদ আলী মন্ডলের ছেলে মোঃ বাদল মন্ডল (৪৫) ও একই উপজেলার দক্ষিণচরী মির্জাপুর গ্রামের মৃত আলহাজ্ব সুলতান মন্ডলের ছেলে বজলুর রহমান (৫২)।
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি মোঃ সহিদার রহমান এর নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-১৪