কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকার অ্যাডভোকেট আল আমীনের ছেলে নাবিদ আল আবির (৭) ও স্টেশন সড়ক এলাকার খোকনের ছেলে এহসানুল হক তাজিন (৫)। তারা সম্পর্কে একে অপরের খালাতো ভাই বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, আবির ও তাজিন দেওপুর গ্রামে তাদের নানা বাচ্চু মিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে যায়। এ সময় তারা পুকুরে নেমে ফুটবল আনতে গেলে দুজনেই পানিতে তলিয়ে যায়।
পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন তাদেরকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-১৫