শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের তোরণ উঠাতে গিয়ে মাঠিতে পড়ে হযরত আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাতে ওই ইউনিয়নের ঝগড়ারচর বাজারের অটোস্ট্যান্ড এর সামনের রাস্তার ওপর নৌকার তোরণ উঠাতে গেলে এ ঘটনা ঘটে।
আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত যুবক জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্দা ইউনিয়নের করইতলা গ্রামের ইসমাইল হোসেন ওরফে মেঘার ছেলে।
নিহতের চাচা গাইবান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকার তোরণ উঠাতে গিয়ে পাকা রাস্তার ওপর পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে সে মারা যায়।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন