ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের দুই দফা তাণ্ডবে কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্ট প্রায় ৩০ ফুট বিলীন হয়ে গেছে। এছাড়া ঝাউবাগান, ইকোপার্ক ও লেম্ফুরচর বনাঞ্চলের শত শত গাছ উপড়ে গেছে।
উত্তাল ঢেউয়ের তাণ্ডবে সৈকতের বেলাভূমে এমন ভাঙ্গনের কারণে কুয়াকাটার মূল রক্ষাবাঁধটি এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। জরুরীভাবে সৈকত রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন পর্যটকসহ স্থানীয় লোকজন।
সরেজমিনে দেখা গেছে, রোয়ানুর প্রভাবে আস্বাভাবিক জোয়ারে সৈকতের ধারে সারিসারি গাছের গোড়া থেকে বালু সরে গিয়ে অধিকাংশ গাছ হেলে পরেছে। এছাড়া জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিম দিকের নারিকেল, ঝাউ, তাল বাগানসহ সবুজ বনাঞ্চল ঢেউয়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। শত শত গাছ উপড়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিচের বেহাল দশা। প্রতিবছর বর্ষা মৌসুমে কিংবা দুর্যোগ হলে ভাঙ্গনের ব্যাপকতা দেখা দেয়। আর ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ হলে তো কথা নেই। সব লণ্ডভণ্ড করে দেয় সাগরের ঢেউ। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে কুয়াকাটার সৈকত হারিয়ে ফেলবে তার স্বকীয়তা। সৌন্দর্যমণ্ডিত স্পটগুলো যাচ্ছে নষ্ট হয়ে।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা এস এম শামছুর দোহা জানান, ওখানকার ভারপ্রাপ্ত বিট কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত গাছের তালিকা করতে বলা হয়েছে। এখন পর্যন্ত ওই তালিকা হাতে পাওয়া যায়নি।
পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, কুয়াকাটার সৈকত রক্ষায় একটি প্রকল্প তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে আসলে আমরা সৈকত রক্ষার কর্যক্রম শুরু করবো।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-২১