রাঙামাটিতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সুয়ে'কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে বুকে তীব্র অনুভবের কারণে তাকে কড়া পুলিশ নিরাপত্তায় এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেলা কারাগারের জেল সুপার জয়নাল আবেদিন জানান, শনিবার মধ্যে রাতে হঠাৎ করেই রেনিন সুয়ে বুকে ব্যথা অনুভব। খবর পেয়ে দায়িত্বরত কারারক্ষি সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বেশ কয়েক ঘন্টা স্থানীয় চিকিৎসকদের পর্যাবেক্ষণে থাকার পরও তার বুকের ব্যথা বেড়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করার পরামর্শ দেন। পরে সংশ্লিষ্ট নিয়মকানুন অনুসারে তাকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনী দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মং ক্যাচিং সাগর জানান, রেনিন সুয়ের রক্তচাপ একটু বেশি থাকলেও সেটি সহনীয় পর্যায়ে রয়েছে। তারপরও বুকে ব্যথা করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন