নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ‘আপনারা সবাই একই এলাকার মানুষ। প্রতিদিন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। নির্বাচন তো কয়েক দিনের জন্য, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কেউ বিরোধে জড়াবেন না।’
তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
রবিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, ৪৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান, বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন