দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার দুটি ইউনিয়নের তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন-সলঙ্গা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফি কামাল শফি, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আলতাব হোসেন সরকার ও একই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম আরিফ।
সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর জানান-দলীয় শৃংখলা ভঙ্গ করে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ উপ ধারা মোতাবেক তিনজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, সলঙ্গা থানার তিনটি ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন