কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বল তুলতে পুকুরে নেমে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাজলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিশোরগঞ্জ শহরের নগুয়ার বাসিন্দা অ্যাডভোকেট মো. আল আমিনের ছেলে আবির মিয়া (৫) ও খরমপট্টি এলাকার খোকন মিয়ার ছেলে তানিজ মিয়া (৫)। সর্ম্পকে তারা খালাতো ভাই।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান জানান, সোমবার দুপুরে আবির ও তানিজ উপজেলার ধামিয়া ইউনিয়নের কাজলা গ্রামে বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল পুকুরে পড়ে গেলে প্রতিযোগিতামূলকভাবে সাঁতরিয়ে বলটি আনতে গেলে তারা দুই ভাই পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসি পুকুরে জাল ফেলে তাদেরকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ