এক বিধবাকে ধর্ষণের অভিযোগে ফেনীর দাগনভূইয়া থানার এএসআই দেলোয়ার হোসেন ও রাইটার আব্দুল মান্নানকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফেনীর কোর্ট পরিদর্শক আরিফ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
ধর্ষণের শিকার ওই নারী জানান, রবিবার সকালে পারিবারিক একটি সমস্যা নিয়ে অভিযোগ দিতে থানায় যান তিনি। তার (এএসআই) কথামতো রাইটার আবদুল মান্নান অভিযোগ লিখে তাকে নিয়ে থানার সামনের জামান টাওয়ারে যান। সেখানে এএসআই দেলোয়ারের কক্ষে তাকে রেখে মান্নান সটকে পড়ে।
বিধবার অভিযোগ, একপর্যায়ে দেলোয়ার দরজা আটকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর তিনি সেখান থেকে ছুটে এসে বিষয়টি ওসিকে অবহিত করলে রাইটার মান্নানকে আটক করা হয়। পরে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক দেলোয়ারকেও আটক করা হয়।
নির্যাতিত ওই বিধবার বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। তার স্বামী বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার তিনটি ছেলে-মেয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ