চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী বাখোর আলী গ্রামে পদ্মা নদীতে মায়ের সাথে গোসল করতে গিয়ে লিপি (৭) ও রামজান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১টার দিকে এঘটনা ঘটে। নিহত লিপি ও রামজান সম্পর্কে চাচাতা ভাই বোন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তারা বেলা ১টার দিকে তাদের মায়েদের সাথে পদ্মা নদীতে গোসল করতে যায়। সাঁতার কাটার এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে বিকেল ৪ টার দিকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন