বগুড়ায় যানবাহনের কাগজপত্র তল্লাশিকালে সোমবার সন্ধ্যায় ১৫০ কেজি গাাঁজাসহ প্রাইভেট কার আটক করেছে ট্রাফিক পুলিশ।
এসময় ড্রাইভার আল আমিন (২০) কে গ্রেফতার করা হয়েছে। সে ঢাকার যাত্রাবাড়ী এলাকার হুমায়ন এর ছেলে।
বগুড়া ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরী জানান, সন্ধ্যা ৬ টার দিকে শহরের মাটিডালীতে যানবাহনের কাগজপত্র তল্লাশিকালে প্রাইভে কার থেকে ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। এতে প্রায় ১৫০ কেজি গাঁজা ছিল। এসময় গাড়ির চালক আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে প্রাইভেট কারটি দিনাজপুর যাচ্ছিল বলে জানা গেছে। শহরের তেলিয়াপুকুর একটি ট্রাক থেকে গাঁজার প্যাকেটগুলো প্রাইভেট কারে উঠানো হয়েছিল বলে চালক জানিয়েছে। এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন