পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে জহিরুল ইসলাম দুলু (২৬) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
সোমবার রাতে উপজেলার সেনেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
দুলু কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের এজেম্বার আলী হাওলাদারের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার সেনেরহাট বাজারে অভিযান চালায় র্যাব। এসময় মাদক বিক্রেতা জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/ ২৪ মে ১৬/ সালাহ উদ্দীন