সাভারে তালাকপ্রাপ্ত বাক প্রতিবন্ধী স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার সময় ঘাতক সাবেক স্বামীকে আটক করেছে এলাকাবাসীরা। সোমবার গভীর রাতে সাভারের ছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর কয়েক আগে মানিকগঞ্জের দৌলতপুর থানার আবুডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর বাক প্রতিবন্ধী মেয়ে হনুফার (২৫) সঙ্গে একই এলাকার মোজাম্মেল নামের (২৭) এক যুবকের বিয়ে হয়।
বিয়ের পরে তারা সাভারের ছায়াবিথী এলাকায় সিরাজ মিয়ার বাড়ির একটি রুম ভাড়া নিয়ে গার্মেন্টসে কাজ শুরু করেন। পরে গত কয়েক মাস আগে কোন এক কারণে মোজ্জামেল তার স্ত্রী হনুফাকে তালাক দিয়ে বাড়ি চলে যান। পরে সোমবার রাতে সাভারের ছায়াবিথী এলাকায় তালাকপ্রাপ্ত ঐ স্ত্রীর ঘরে কৌশলে প্রবেশ করে মোজাম্মেল। এসময় তিনি তার স্ত্রী হনুফাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে।
এসময় হনুফার চিৎকার শুনে বাড়ির অন্য ভাড়াটিয়ারা এসে তাকে উদ্ধার করে। পরে ঘাতক ঐ স্বামীকে ছুরিসহ আটক করে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করে তারা। আহত স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, মোজাম্মেলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৬/ হিমেল-০৮