মহাসড়কে সংস্কার কাজ-খোঁড়াখুড়ির কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জের নলকা সেতু থেকে সলঙ্গার সমবায় ফিলিং ষ্টেশন পর্যন্ত তীব্র যানযট দেখা দিয়েছে।
মঙ্গলবার গভীর রাত থেকে যানযটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শতশত যানবাহন আটকে পড়েছে। যানবাহনগুলো থেমে থেমে চলছে। ফলে যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছে।
চালকেরা জানান, রাস্তার পাশে খোঁড়াখুড়ি ও সংস্কার কাজের জন্য এ যানজটের সৃষ্টি হয়েছে। নলকা থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত ৩ কিলোমিটর যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগছে। ফলে যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছে। তাদের অভিযোগ, কাজের ধীরগতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।
কাজের ধীরগতির কারণেই যানযটের সৃষ্টি হয়েছে স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ দিনরাত ২৪ঘন্টা যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মে ১৬/ সালাহ উদ্দীন