খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র ডাকা আজ মঙ্গলবার আধাবেলা সড়ক অবরোধ চলছে। অবরোধ চলাকালে ভোরে চট্টগ্রাম থেকে আসা সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি যাত্রীবাহী পরিবহন ভাঙচুর করা হয়। গুইমারা থানার ওসি গাড়ি ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবরোধ চলাকালে পিকেটারা সকাল সাড়ে ৬টায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এলাকার সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পিকেটারদের তাড়া করে সরিয়ে দেন।
এদিক, জেলা শহরে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। শহরের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। ঢাকা থেকে নৈশ্যকালীন পরিবহনগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি এসে পৌঁছায়।
উল্লেখ্য, গত ২০ মে দীঘিনালা উপজেলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রশাসনের বাধাদানের প্রতিবাদে তারা এ কর্মসূচির ডাক দেয়।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৬/মাহবুব