কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে জাহের উদ্দিন (৬৩) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টা দিকে উপজেলার বরুয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত জাহের উদ্দিন ওই গ্রামের মৃত আবতর মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় জাহের উদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ময়নাতদন্তের পর আত্মহত্যা না হত্যা করা হয়েছে তা জানা যাবে।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৬/মাহবুব