ঢাকা থেকে ট্রেনে চেপে ময়মনসিংহে আসার পথে ডাণ্ডাবেরি পরা অবস্থায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ফারুক এলাহী খোরশেদ (৪০) নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামী পালিয়েছে।
সোমবার রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেল স্টেশনর সংলগ্ন জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ডাণ্ডাবেরি পরা অবস্থায় কোন আসামীর পালানোর সুযোগ নেই। দায়িত্বরত পুলিশ সদস্যরা নিজেদের বাঁচাতেই এমন কথা বলছে।
জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজারবাগ পুলিশ লাইনের নায়েক শাহ আলমের নেতৃত্বে ৩ পুলিশ কনস্টেবল ত্রিশালে একটি হত্যা মামলাসহ দু’টি হত্যা মামলার আসামি ফারুক এলাহী খোরশেদ ও মাদক মামলার আসামি শাহীনকে (৩০) নিয়ে ঢাকা থেকে কমিউটার ট্রেনযোগে ময়মনসিংহে নিয়ে আসছিলেন। ত্রিশালের ধলা এলাকায় ট্রেনটি পৌঁছালে বাথরুমে যাবার কথা বলে ডাণ্ডাবেরি পরা অবস্থাতেই ঝাঁপ দিয়ে পালিয়ে যায় আসামী ফারুক।
সূত্র মতে, আসামি ফারুক কমলাপুর রেলওয়ে থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়াও তার নামে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা রয়েছে। তার বাড়ি ত্রিশালের রামপুর ইউনিয়নে।
জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য স্থানে অভিযান চলছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, দায়িত্বরত পুলিশ সদস্যরা নিজেদের বাঁচাতে নানা কথা বলছেন। কারাগারে এসে বলেছে ট্রেনের জানালা দিয়ে আসামী পালিয়েছে। যা আদৌ সম্ভব নয়।
জেলার হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে একজন আসামিকে রাত ৯ টার দিকে আমাদের কাছে হস্তান্তর করলেও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামী ফারুক এলাহী খোরশেদকে হস্তান্তর করেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে তারা স্বীকার করে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ফারুক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মে ১৬/ সালাহ উদ্দীন