দক্ষিণের মানুষ আজও ভোলেনি সিডরের ভয়াবহ সেই তাণ্ডবের কথা। ভয়াবহ সেই সিডরের তাণ্ডবের স্মরণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুয়াকাটার ট্যুরিস্ট সেন্টারের উদ্যোগে সিডর দিবস পালন করা হয়েছে।
এসময় সিডরে নিহতদের স্মরনে সৈকতে দীর্ঘ লাইনে দাড়িয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টার ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার, কাউন্সিলর তোফায়েল আহমেদ তপু, কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ রেজাউল করিমসহ আগত পর্যটকরা অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে 'সিডর' নামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে নারী-পুরুষ, শিশুসহ অনেক প্রাণহানীর ঘটনা ঘটে। তাদের স্মরণে এ কর্মসূচী পালন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৬