বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারশী গ্রামে নসিমন উল্টে একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছে।
নিহত আয়নাল হাওলাদার একই উপজেলার বামরাইল গ্রামের মূলপাইন এলাকার মৃত ওহাব হাওলাদারের ছেলে। আহত মাসুদ হাওলাদার মাদারশী গ্রামের গোলাম আলী হাওলাদারের ছেলে। এরা সম্পর্কে একে অপরের বেয়াই বলে জানা গেছে।
উজিরপুর থানার এসআই হাবিব জানান, সন্ধ্যায় জয়শ্রীর একটি স্ব-মিলে গাছের গুড়ি চেরাই করে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে কাঠ বোঝাই করে মাসুদ হাওলাদারের বাড়ির দিকে যাচ্ছিলেন দুই বেয়াই। পথিমধ্যে মাদারশী গ্রামে সোহরাব গাজীর বাড়ির সামনে নসিমনটি মেঠো রাস্তার পাশে খাদে কাত হয়ে পড়ে যায়। এতে দুইজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে এবং আয়নালকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় মারা যায় আয়নাল হাওলাদার। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই হাবিব।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৯