ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পাওয়ার টিলারের (ট্রলি) মুখোমুখি সংঘর্ষে নান্নু মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৬ জন।
নিহত নান্নু মিয়ার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিষয়খালী বাজার এলাকায় যশোর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে সাত শ্রমিক আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে নান্নু মিয়া নামে ওই শ্রমিক মারা যান।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৬/হিমেল-০৫