রাঙামাটির তবলছড়ি শাখার রূপালী ব্যাংক ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে চেক জালিয়াতির মামলায় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ব্যাংকের তবলছড়ি শাখা ভবন থেকে দুদকের কর্মকর্তাদের উপস্থিতিতে ও পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তাকে রাঙামাটি সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রোকন উদ্দীন কবির আদালতে হাজির করা হয়। আদালত তার সংক্ষিপ্ত শুনানি শেষে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন।
রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের পরিদশর্ক নিজামুর রহমান জানান, রাঙামাটি পাবলিক কলেজের নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারকে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অবৈধ সুবিধা প্রদানে সহায়তা করার অভিযোগে রুমা বড়ুয়াকে ২ নম্বার আসামি হিসাবে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়ে মামলার আগামী শুনানির তারিখ ৫ ডিসেম্বর ধার্য করেন।
এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ জানান, দুদকের পক্ষ থেকে সকালে তবলছড়ি শাখার রূপালী ব্যাংকের ব্যবস্থাপক রুমা বড়ুয়া ও ঠিকাদার মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর আসামি রুমা বড়ুয়াকে আটক করা হয়েছে। অপর আসামিকে এখনো আটক করা যায়নি।বর্তমানে তিনি পালতক রয়েছেন।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৬/হিমেল-১৫