বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রতি ১শ’টি পরিবারের মধ্যে ৭৫টি পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। লবনাক্ততা ও আর্সেনিক দূষণের কারণে নলকূপের পানি কেউ পান করতে পারেনা।
বেসরকারী সংস্থা ডরপ এর একটি জরিপে বলা হচ্ছে, এই এলাকার ৭৫ ভাগ পরিবারে সুপেয় পানির অভাব রয়েছে। লবনাক্তার কারণে এখানকার ৫০ ভাগ মানুষ বিভিন্ন ধরণের স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন। অধিকাংশ মানুষ পুকুর, খাল, নদী ও বৃষ্টির পানি নির্ভর।
মঙ্গলবার বেলা ১২টায় ‘ডরপ’ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য উপস্থাপন করা হয়।
ডরপ পরিচালিত বাজেট মনিটরিং ক্লাব এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এতে মূল বক্তব্য পাঠ করেন ক্লাবের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান। আগামি কাল ২২মার্চ ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে মোরেলগঞ্জে সুপেয় পানির হাল চিত্র প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারী হিসাবে এ উপজেলার বারইখালী, নিশানবাড়িয়া, বহরবুনিয়া, জিউধরা, খাউলিয়া ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নে নিরাপদ পানির জন্য সরকারীভাবে ২শ’ ৫৩টি পিএসএফ রয়েছে। যার ১শ’ ৬টি অকেজো। নলকূপের পানি পান করা না গেলেও এই ৬ ইউনিয়নে ১হাজার ৩শ’ ৬৮টি নলকূপের মধ্যে ৩৯৬টি অকেজ অবস্থায় পড়ে আছে। এই ৬ ইউনিয়নে জনপ্রতি মাত্র ৩ টাকা পানি ও স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলেও সংস্থাটি জানায়।
সাংবাদিক সম্মেলনে ইউনিয়ন পরিষদে পানি ও স্যানিটেশন খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেয়া, পিএসএফ সংস্কারে উদ্যোগ নেয়া, প্রতিটি গ্রামে অন্ত:ত ২টি করে পুকুর খননসহ সরকারের কাছে ৭টি দাবী উপস্থাপন করা হয়। এসময় ডরপ'র প্রোগ্রাম সমন্বয়কারী আমির খসরু, বাজেট ক্লাবের সদস্য সচিব মোঃ আবু সায়েম হোসেন, বিডিপিসি’র প্রকল্প সমন্বয়কারী সজীব মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন