বাগেরহাটে শুক্রবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে। ‘আসুন বিষন্নতা নিয়ে কথা বলি’ প্রতিপাদ্য বিষয়ে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়।
র্যালি শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমীর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এডিএম মামুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদৎ হোসেন, বিএমএ’র সম্পাদক ডা: আব্দুল মতিন আকন, বিশেষজ্ঞ চিকিৎসক সাঈদ আহম্মেদ, প্রধান শিক্ষক আকরাম হোসেন, মুখার্জী রবীন্দ্রনাথ, ব্রাক কর্মকর্তা মারুফ পাভেজ, এডিডি কর্মকর্তা সালমা খাতুন, ডা: অসীমাভ ডাকুয়া, ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নীহার হালদার, বিভাষ রায়, দেবরাজ মিত্র, সেবিকা রিনা খানম, ছাত্রী গৌরী সুতার, ম্যাটস ছাত্র হাফেজ শামিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬