পটুয়াখালীর কলাপাড়ায় ওয়ারেন্ট ভুক্ত সাজা প্রাপ্ত আসামি মাদক ব্যাবসায়ি মো.আবুল কালাম ওরফে গাঁজা কালাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও বেশ কিছু পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌর শহেরের মদিনাবাগ এলাকার তার বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার এস আই মো.নুরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। এছাড়া ওই মাদক ব্যাবসায়ি গাঁজা কালাম সাজা প্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭