“আসুন বিষণ্নতা নিয়ে কথা বলি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য বিভাগ ও ওর্য়াল্ড ভিশন ঠাকুরগাঁও শাখাসহ কয়েকটি বে-সরকারী সংগঠনের কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে শুক্রবার সকালে সদর হাসপাতাল চত্তর হতে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ খয়রুল কবিরের সভাপতিত্বে প্রধাণ অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তারিকুল ইসলাম, ওর্য়াল্ড ভিশন ঠাকুরগাঁও শাখার এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম ও কর্মসূচি কর্মকর্তা নেলসন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সার্বজনীন স্বাস্থ্য ও দেশের প্রেক্ষাপটে বিষণ্নতা জনিত মানুষিক সমস্যার সমাধানের বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বক্তারা উল্লেখ করেন, পৃথিবীতে বর্তমানে ৩০ কোটি মানুষ বিষণ্নতায় ভূগছে। দেশ ভেদে শতকরা ৩-১৭ জন মানুষ বিষণ্নতায় আক্রান্ত।
জাতীয় মানুসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপ মতে বাংলাদেশে শতকরা ৪.৬ শতাংশ নারী পুরূষ বিষণ্নতায় রয়েছে । যে কোন বয়সে এমন কি শিশুদের মধ্যেও বিষণ্নতা দেখা দিতে পারে। তবে ১৫-১৮ বছর ও ৬০ বছরের বেশী ব্যক্তিদের মধ্যে এর ঝুঁকি কিছুটা বেশী বলে বক্তারা উল্লেখ করেন। তাই সবাইকে সচেতন, স্নেহ, ভালবাসার সাথে পরিবারিক জীবন কাটানোর পরামর্শ দেন।
সভায় জন প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, নার্স, সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৭/হিমেল